ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাড়ি চালানোর সুযোগ পাচ্ছেন সৌদি নারীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
গাড়ি চালানোর সুযোগ পাচ্ছেন সৌদি নারীরা নারী চালক (ফাইল ছবি)

অন্য আর আট দশটি দেশের মতো এবার সৌদি আরবের নারীরাও গাড়ি চালাবেন। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এ সংক্রান্ত একটি ফরমান জারি করেছেন।

যাতে উঠে এসেছে, আগামী ৩০ দিনের মধ্যে সরকারের মন্ত্রীরা এ বিষয়ে প্রতিবেদন তৈরি করবেন। আর এই সুযোগ কার্যকর হবে ২০১৮ সালের জুন মাস থেকে।

বিশ্বে সৌদিই একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি নেই। এ নিয়ে তাই আলোচনা-সমালোচনাও কম নয়। গত সপ্তাহে ‘মেয়েদের গাড়ি চালানোর মতো বুদ্ধি নেই’ এমন বিতর্কিত মন্তব্য করে সমালোচনা আরও উসকে দিয়েছিলেন দেশটির এক নেতা।

এদিকে নতুন উদ্যোগকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নাওর্ট বলেন, আমি মনে করি সেদেশের জন্য এটি মহান পদক্ষেপ। তারা যে এ ধরনের উদ্যোগ নিচ্ছে সেজন্য আমরা উচ্ছ্বসিত। এটি খুবই ইতিবাচক দিক।

সৌদি প্রেস এজেন্সির খবরে জানানো হয়েছে, রাজকীয় এই ফরমান মোতাবেক নারী ও পুরুষ উভয়ের জন্যই গাড়ির ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হবে।

বাংলাদেশ সময়: ০৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।