ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ম্যারিল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৩ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
ম্যারিল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৩  ম্যারিল্যান্ডে হামলার স্থলে পুলিশ, ইনসেটে সন্দেহভাজন হামলাকারী

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাণিজিক এলাকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ ৫ জনের ৩ জন নিহত হয়েছেন। এতে আহত অপর দুইজনের অবস্থাও আশঙ্কাজনক।

এদিকে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তার নাম রাদি লাবিব প্রিন্স বলে জানিয়েছে পুলিশ।

তবে সে কোন দেশের নাগরিক সে তথ্য জানা যায়নি।  

বুধবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় সকালে রাজ্যের এজহুডের এমোরটন বাণিজ্যিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।  ম্যারিল্যান্ডে বাণিজ্যিক এলাকায় গুলিতে আহত ৫

ওপর থেকে ধারণকৃত একটি ভিডিওচিত্রে দেখা যায়, বাল্টিমোরের উত্তরপশ্চিমাঞ্চলীয় বাণিজ্যিক এলাকায় গুলির পরপরই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের বেশ কিছু গাড়ি। পুরো রাস্তায় যানচলাচল স্থবির হয়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আতঙ্কে এজউড এলাকার অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়। সবাইকে আপাতত বাইরে বেরোনো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

হার্ডফোর্ড কাউন্টি শেরিফ অফিস জানিয়েছেন, এজউডের অ্যাডভান্স গ্রানাইট সল্যুশনে হামলার ঘটনাটি ঘটেছে। মেজর উইলিয়াম ডেভিস জানিয়েছেন, রাদি লাবিব প্রিন্স নামে সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে একজনকে আটক করা হয়েছে।

হামলাটিকে পরিকল্পিত উল্লেখ করে ডেভিস আরো জানান, হতাহতরা সবাই অ্যাডভান্স গ্রানাইট সল্যুশনের কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।