টেলিভিশনে দেওয়া এক ভাষণে মেয়র জোস অ্যান্তোনিও ডি জেসুস বলেছেন, স্থানীয় একটি কার্ড টুর্নামেন্টের খেলা দেখতে প্রায় ৬০ জন দর্শনার্থী একটি দ্বিতল ভবনের চারপাশে জড়ো হন। এ সময় অগ্নিকাণ্ডের ঘটনায় দর্শনার্থীদের মধ্যে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৮ জনের প্রাণহানি হয়।
রাজধানী লিসবন থেকে ২৬০ কিলোমিটার উত্তর-পূর্বে পদদলিতের ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানান মেয়র।
মেয়র জোস অ্যান্তোনিও প্রাথমিক অগ্নিকাণ্ডের কারণ না জানাতে পারলেও স্থানীয় সংবাদমাধ্যম বয়লায় বিস্ফোরণকে কারণ হিসেবে উল্লেখ করেছে।
গত বছর দেশটিতে ভয়াবহ দাবানলে শতাধিক মানুষের প্রাণহানি হয়। যা পর্তুগালের ইতিহাসে কোনো প্রাকৃতিক দুর্যোগে এতো মানুষের নজিরবিহীন প্রাণহানির ঘটনা।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
জেডএস