সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া সিরিসেনার বক্তব্য উদ্ধৃতি করে শ্রীলঙ্কার বিভিন্ন সংবাদমাধ্যম একথা জানিয়েছে।
সিরিসেনা বলেন, জননিরাপত্তা পরিস্থিতি বিবেচনার পর শনিবার (১৭ মার্চ) মধ্যরাত থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে।
মধ্যাঞ্চলীয় জেলা ক্যান্ডিতে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সহিংসতার পর গত ৬ মার্চ দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনা।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এমএ/