ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জুমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গঠন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৮
জুমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গঠন জ্যাকব জুমা

অস্ত্র চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

শুক্রবার (৬ এপ্রিল) সকালে ডারবানের হাই কোর্টে ৭৫ বছর বয়সী জ্যাকব জুমা উপস্থিত হন। তার সঙ্গে ১৫ মিনিটের সাক্ষাতের পর আদালত এই মামলা আগামী ৮ জুন পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।

 

জুমার বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি, মানি লন্ডারিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

তার সমর্থকরা বিভিন্ন শহর থেকে ডারবানে সমাবেশ করার জন্য সমাবেত হয়েছেন। অন্যদিকে সমালোচকরা বলছেন, এ মামলায় আদালত বেশি সময় নিলো।

শুনানির পর জুমা তার সমর্থকদের উদ্দেশে বলেন, কিছু লোক আমাকে দোষী বলছে। কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি নির্দোষ।

জুমা এবং তার আইনজীবীরা বলছেন, তার বিরুদ্ধে এই অভিযোগ গঠন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

১৯৯৯ সালে অস্ত্র চুক্তির সময় জুমা ডেপুটি প্রেসিডেন্ট ছিলেন। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক দুর্নীতি ও নানাবিধ কেলেঙ্কারিতে জড়িত পড়েন জুমা। চাপের মুখে গত ১৪ ফেব্রুয়ারি দিনগত রাতে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
আরআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।