ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে নির্বাচনী সমাবেশে বোমা বিস্ফোরণ, নিহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
পাকিস্তানে নির্বাচনী সমাবেশে বোমা বিস্ফোরণ, নিহত ৭০ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানে নির্বাচনী সমাবেশে বোমা বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকেই।

শুক্রবার (১৩ জুলাই) দেশটির বেলুচিস্তান প্রদেশে এ ঘটনা ঘটে।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আঘা ওমর বুঙ্গালজাই আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, আগামী ২৫ জুলাইয়ের নির্বাচনকে ঘিরে প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে মস্তং শহরে সমাবেশে বোমা বিস্ফোরণ হয়েছে।

এতে ৭০ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও অনেকেই।  তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

জানা গেছে, প্রথমে সমাবেশের পাশে একটি মোটরসাইকেলে বোমা বিস্ফোরণ হয়। পরে পাকিস্তানের সক্রিয় রাজনৈতিক জোট মুত্তাহিদা মজলিস-ই-আমালের (এমএমএ) প্রার্থী আকরাম খান দুররানির গাড়ির মধ্যে বিস্ফোরণ হয়। এসময় জোটের অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা আশপাশে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।