বৃহস্পতিবার (১৯ জুলাই) মিসৌরির একটি হ্রদে ধারণক্ষমতার বেশি ৩১ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। পরে ডুবুরি দল গিয়ে অভিযান চালিয়ে নিখোঁজদের উদ্ধার করে।
মিসৌরি রাজ্য সরকার প্রধান মাইকেল পারসন বলেছেন, হ্রদে নৌকা ডুবে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। ওই নৌকার এক নারীর সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, নিহতদের মধ্যে নয়জনই তার (নারীর) পরিবারের সদস্য। তবে সৌভাগ্যক্রমে দুইজন বেচেঁ যান।
এদিকে, নৌকায় কারও জন্য কোনো লাইফ জ্যাকেট ছিল না বলে সরকার প্রধানের কাছে অভিযোগ করেছেন ওই নারী।
নারী বলেন, নৌকা যখন ডুবে যাচ্ছে তখন চালক লাইফ জ্যাকেট দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছিলেন। এছাড়া নৌকাটিতে তার ধারণ ক্ষমতা থেকে বেশি যাত্রী ওঠানো হয়েছিল।
মিসৌরি হাইওয়ে চৌকি বলছে, দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের বয়স এক থেকে ৭০ এর মধ্যে। এছাড়া যারা বেঁচে আছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নৌকা চালকও হাসপাতালে চিকিৎসাধীন।
পর্যটন হ্রদে 'ডাক বোট' বা ছোট নৌকায় ওঠার শখ বেশি থাকে ভ্রমণপ্রিয়দের। আর তাতে মাঝে মাঝে ওভারলোড হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
টিএ