ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবান হামলায় ৩০ আফগান পুলিশ নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
তালেবান হামলায় ৩০ আফগান পুলিশ নিহত দেশটির নিরাপত্তা বাহিনীর তৎপরতা, ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানে তালেবান হামলায় ৩০ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। এসময় তালেবান জঙ্গি গোষ্ঠীরও ১৭ সদস্য নিহত হন।

বুধবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে দেশটির পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশ এ হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ফারাহ প্রাদেশিক কাউন্সিলের সদস্য দাদুল্লাহ কানি বলেছেন, হামলাটি প্রদেশের খাকি সাফেদ জেলা পুলিশ চৌকিতে হয়।

আর তালবানদের উদ্দেশ্যই ছিল পুলিশের দিকে।

এছাড়া পুলিশের বিরুদ্ধে তালেবানদের এ হামলা চার ঘণ্টারও বেশি সময় ধরে চলে বলে জানান তিনি।

দেশটির রাজধানী কাবুলের আইন প্রয়োগকারী সামিউল্লাহ শামীম জানিয়েছেন, এ হামলায় যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে জেলা পুলিশ কমান্ডার আব্দুল জাবরও রয়েছেন।

ওই হামলার একপর্যায়ে তালেবানরা পুলিশের কাছে পরাস্ত হয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ রেখে পালিয়ে যান।

শামীম এও বলছেন, এর প্রতিশোধ নিতে বিমান হামলা চালানো হয়। আর এতে তালেবান জঙ্গি গোষ্ঠীর ১৭ সদস্য নিহত হন।

দেশটিতে প্রায় প্রতিদিনই সহিংসতার সৃষ্টি করে চলেছেন তালেবানরা। তাদের নিয়মিত হামলায় প্রাণ হারাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যসহ শত শত আফগানবাসী।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।