সম্প্রতি এমন ঘটনা ঘটেছে নেদারল্যান্ডসে। পুরো মুহূর্তটা ধারণ হয়েছে রেলক্রসিং পর্যবেক্ষণে স্থাপিত সিসি ক্যামেরায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, নেদারল্যান্ডসের গেলিন শহরে এই ভয়ঙ্কর ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে কয়েকমাস আগে। কিন্তু সচেতনতার স্বার্থে ভিডিওটি সম্প্রতি ছেড়ে দেওয়া হয়েছে অনলাইনে।
ভিডিও দেখে বোঝাই যায়, প্রথম ট্রেনটি চলে যাওয়ার পর ওই সাইকেল আরোহী ক্রসিং পার হতে শুরু করেন। কিন্তু রেললাইনে উঠে পড়ার পর তিনি খেয়াল করেন, আরেক দিক থেকে থেকে একটি ট্রেন তার দিকে তীব্র গতিতে ছুটে আসছে। স্নায়ু সামলে জোর পায়ে সাইকেল ছুটিয়েই ট্রেনে কাটা পড়া থেকে রক্ষা পান তিনি।
সাইকেল আরোহীর বাঁ দিক থেকে আসা ট্রেন চলে যাওয়ার সময়ই বিপরীত দিক থেকে অপর ট্রেনটি আসায় অর্থাৎ বাঁয়ের ট্রেনটির অন্য পাশে থেকে আসায় সেই সাইকেল আরোহী খেয়াল করতে পারেননি বলে বোঝা যায় ভিডিওতে।
এ নিয়ে নেদারল্যান্ডসের সরকারি সংস্থা ‘প্রোরেল’ বলছে, ভিডিওটি বলে দিচ্ছে দেশের সব রেলক্রসিংয়ে নিরাপত্তা প্রহরীর প্রয়োজনীয়তা কতটুকু।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এপি/এইচএ/