ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্কে সিএনএন কার্যালয়ে বোমা আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
নিউইয়র্কে সিএনএন কার্যালয়ে বোমা আতঙ্ক খবর পেয়ে ভবনটি ঘিরে রাখে পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিএনএন কার্যালয়ে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফোনে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির এ ঘটনায় সংবাদকর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সংবাদমাধ্যমটির বার্তাকক্ষে সতর্ক সংকেত বাজানো হয়।

খবরে বলা হয়, বোমা আতঙ্কে কোম্পানির কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

পাশাপাশি নিয়মিত শো ‘সিএনএন নাইট’ প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমটির সাংবাদিক ও সিএনএন নাইটের উপস্থাপক ডন লেমন বলেন, কার্যালয় খালি করতে বিলা হয়েছিলো এবং তা যত তাড়াতাড়ি সম্ভব। যা পেরেছি তা নিয়েই আমরা বেরিয়ে এসেছি। এখন আমরা ভবনের বাইরে দাঁড়িয়ে আছি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন নিউইর্য়ক পুলিশের সদস্যরা। ভবনটি ঘিরে রেখে সেখানে থাকা মানুষকে নিরাপদে বের করে আনছেন তারা।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।