কেলিকে পদত্যাগ করতে বাধ্য করা হতে পারে বলে কয়েকদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল। এছাড়া ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কেরও অবনতি হয়েছে বলে খবর প্রকাশ হয়।
এদিকে ট্রাম্প কেলিকে ‘মহান ব্যক্তি’ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, গত প্রায় দু বছর কেলি আমার সঙ্গে কাজ করছেন। এই সময়ে তিনি দারুণ কাজ করেছেন। আমি তার কাজকে মূল্যায়ন করি।
ট্রাম্প সাংবাদিকদের আরও জানান, কেলির স্থলাভিষিক্ত করতে নতুন একজনের নাম দুই-একদিনের মধ্যেই ঘোষণা করা হবে।
এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের দফতর প্রধান নিক আয়ার্সকে ট্রাম্পের চিফ অব স্টাফের দায়িত্ব দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
আরআর