ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘হোয়াইট হাউসের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা মুলভানি’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
‘হোয়াইট হাউসের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা মুলভানি’ মাইক মুলভানি, ছবি: সংগৃহীত

ঢাকা: হোয়াইট হাউসের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেবেন যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয়ের বর্তমান পরিচালক মাইক মুলভানি (৫১)। এ বছরের শেষের দিকে জন কেলি চলে গেলে মুলভানিকে তার স্থলাভিষিক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৪ ডিসেম্বর) টুইটে মুলভানির নাম ঘোষণা দেন তিনি। তখন ট্রাম্প বলেন, মাইক মুলভানিকে আমি অভিনন্দন জানাচ্ছি।

আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, জন কেলির বদলে ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন। আশা করছি তিনি ভালো করবেন।

এর আগে গত ৮ ডিসেম্বর হোয়াইট হাউসের বর্তমান প্রধান কর্মকর্তা জন কেলি ২০১৮ সালের শেষের দিকে পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন ট্রাম্প।

এসময় প্রেসিডেন্ট ট্রাম্প কেলি সম্পর্কে বলেছিলেন, তিনি মহান দেশপ্রমিক। প্রায় দুই বছর ধরে তিনি আমার সঙ্গে কাজ করছেন। দারুণ কাজ করেছেন তিনি। আমি তার কাজকে মূল্যায়ন করি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।