শনিবার (২২ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্সিয়াল ভবনের ৪০০ মিটার দূরে এ দুই বিস্ফোরণ ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়।
সোমালিয়া পুলিশ বলছে, বিস্ফোরণে নিহত হওয়ার সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিস্ফোরণে যারা নিহত ও আহত হয়েছেন, তারা নিরাপত্তা কর্মী এবং সাধারণ নাগরিক।
এদিকে, এ আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সংযুক্ত ইসলামপন্থী বিদ্রোহী গ্রুপ আল-শাবাব।
পূর্ব আফ্রিকার এ দেশটিতে জঙ্গি তৎপরতার কারণে প্রায়ই আত্মঘাতী বোমা বিস্ফোরণসহ বিভিন্ন ধরণের সহিংসতার সৃষ্টি হচ্ছে। আর এতে মারা যাচ্ছেন শত শত মানুষ।
বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
টিএ