ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সের কেলাইস বন্দরে ৪৪ অভিবাসীকে আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
ফ্রান্সের কেলাইস বন্দরে ৪৪ অভিবাসীকে আটক নৌকায় থাকা অভিবাসী/ছবি: সংগৃহীত

ফ্রান্সের কেলাইস বন্দর থেকে ৪৪ জন অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

এ ব্যাপারে কেলাইস শহরের কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার (২ মার্চ) থেকে রোববার (৩ মার্চ) রাত পর্যন্ত নৌকায় করে বন্দরে আসলে তাদের আটক করা হয়।

অভিবাসীরা মূলত শনিবার রাতে সুরক্ষিত বন্দর এলাকাটিতে প্রবেশ করে।

সেখান থেকে তারা ব্রিটেনের ডোবার বন্দর থেকে আসা আরেকটি নৌকায় উঠেছিল।

আটক অভিবাসীদের কেলাইস পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে রোববার সকালেও নৌকাগুলোতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

স্থানীয় প্রশাসন এবং মানবিক সংস্থাগুলো ধারণা করছে, কেলাইস শহরে প্রায় কয়েকশ অভিবাসী বাস করছে। তারা সবাই মূলত ব্রিটেন যাওয়ার জন্যে অপেক্ষা করছে।  

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এসএ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।