ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৬ তিয়ানজিয়াই রাসায়নিক উৎপাদন কারখানায় বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের পূর্বাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৬ জন নিহত এবং প্রায় ৩০ জন গুরুতর আহত হয়েছেন।

দেশটির জিয়াংসু প্রদেশের ইয়ানচেং শহরের সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (২১ মার্চ) তিয়ানজিয়াই রাসায়নিক উৎপাদন কারখানা থেকে বিস্ফোরণটির সূত্রপাত হয়।

বিবৃতিতে আরো বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে প্রায় ৪০০ কর্মকর্তা ও ৮৬টি ফায়ার ট্রাক পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে ঘটনাস্থল থেকে প্রায় ৩১ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির টেলিভিশন চ্যানেল সিসিটিভি।

সিসিটিভি’র ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কারখানাটির ভবন থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হলে গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিস্ফোরণের সময় ভবনটির জানালা এবং গ্যারেজের দরজাও ভেঙে গেছে।

ঘটনাস্থলের ৫ থেকে ৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি আবাসিক হোটেলে অবস্থান করা ডিং নামে এক ব্যক্তি জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় হোটেলটির ভবনসহ আশেপাশের ভবনগুলোরও ক্ষয়ক্ষতি হয়েছে।

বিস্ফোরণের এ ঘটনায় হোটেলে থাকা প্রায় চারজন এবং নিকটবর্তী একটি প্রাথমিক স্কুলের এক শিক্ষার্থীও আহত হয়েছেন বলে জানান ওই ব্যক্তি।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এসএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।