ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় মধ্যরাত থেকে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
শ্রীলঙ্কায় মধ্যরাত থেকে জরুরি অবস্থা জারি

শ্রীলঙ্কায় চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটিতে মধ্যরাত থেকে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ।

সোমবার (২২ এপ্রিল) দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের মিডিয়া ইউনিটের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে মধ্যরাত থেকে এ জরুরি অবস্থা জারির পরিকল্পনা ঘোষণার তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এতে ব্যক্তি স্বাধীনতায় কোনো ধরনের বাধা সৃষ্টি হবে না।

তাছাড়া, দেশটিতে সোমবার (২২ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টা থেকে মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর ৪টা পর্যন্ত আট ঘণ্টা পূর্ব সতর্কতামূলক কারফিউও জারি রয়েছে।

রোববার সকালে ও বিকেলে দফায় দফায় বোমা হামলার পর সোমবার সকালে শ্রীলঙ্কার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ২৯০ জনের প্রাণহানির কথা জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। নিহতদের মধ্যে ৩৫ জন বিদেশি নাগরিকও রয়েছেন।

রোববার খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপন করা হচ্ছিলো গির্জাগুলোতে। এর মধ্যেই সকাল সাড়ে ৮টার দিকে কলম্বোর সেন্ট অ্যান্থনি গির্জায় বোমা হামলা হয়। আধঘণ্টার মধ্যেই হামলা হয় কলম্বোর ৩০ কিলোমিটার দূরে অবস্থিত সেন্ট সেবাস্টিন গির্জা ও ২৫০ কিলোমিটার দূরে বাট্টিকালোয়ার জিওন গির্জায়।  

প্রার্থনালয়গুলো যখন কাঁপছিল, সমানে হামলা হতে থাকে কলম্বোর অভিজাত কিংসবারি, সাংগ্রিলা এবং সিনামোন গ্র্যান্ড হোটেলে। এই হোটেলগুলোতে তখন বিপুলসংখ্যক বিদেশি নাগরিক ছিলেন।

গোটা কলম্বোবাসী ঘটনার আকস্মিকতা কাটিয়ে না উঠতেই দেহিওয়ালা জেলার আরেকটি হোটেলে এবং দেমাতাগোদা জেলার একটি স্থাপনায় ফের হামলা হয়।

হামলার এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ২৪ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাদেরকে বর্তমানে হামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

** শ্রীলঙ্কায় হামলা: জামাত আল-তাওহিদের দায় স্বীকার!​
** শ্রীলঙ্কায় হতাহতদের পরিবারকে অর্থ সহায়তা দেবে সরকার
** নিষ্ক্রিয় করার সময় শ্রীলঙ্কায় ফের বোমা বিস্ফোরণ
** হামলাস্থল পরিদর্শন লঙ্কান পুলিশের

** মঙ্গলবার শ্রীলঙ্কায় রাষ্ট্রীয় শোক
** শ্রীলঙ্কায় নতুন করে কারফিউ জারি
** শ্রীলঙ্কা হামলার পর সমুদ্রসীমায় নজরদারি বাড়িয়েছে ভারত
** শ্রীলঙ্কা হামলায় ড্যানিশ ধনকুবেরের ৩ সন্তানের মৃত্যু
** শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত বেড়ে ২৯০
** খাবারের লাইনে দাঁড়িয়ে আত্মঘাতী, হামলাকারী শ্রীলঙ্কান
** শ্রীলঙ্কায় মসজিদে পেট্রোল বোমা হামলা, দোকানে অগ্নিসংযোগ
** শ্রীলঙ্কায় হামলা: আটক ২৪ সন্দেহভাজন
** শ্রীলঙ্কা বিমানবন্দর এলাকায় বোমা উদ্ধার
** শ্রীলঙ্কা হামলা, আরও ১৩ জন আটক
** শ্রীলঙ্কার শোকে অন্ধকার রাখা হবে আইফেল টাওয়ার
** গির্জা-হোটেলে বোমায় রক্তাক্ত শ্রীলঙ্কা, নিহত বেড়ে ২০৭ 
** ডোনাল্ড ট্রাম্পের কাণ্ডজ্ঞান!
** শ্রীলঙ্কা হামলায় বিশ্বনেতাদের নিন্দা
** হামলার ঘটনায় শ্রীলঙ্কাজুড়ে পুলিশের তল্লাশি
** শ্রীলঙ্কায় বোমা হামলায় জড়িত সন্দেহে ৭ জন আটক
** শ্রীলঙ্কায় ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধ
** শ্রীলঙ্কায় বোমা হামলা: অভ্যন্তরীণ প্লেন চলাচল স্থগিত
** জনগণকে শান্ত থেকে সহযোগিতার আহ্বান মাইথ্রিপালার
** শ্রীলঙ্কার বোমা হামলায় নিহতদের মধ্যে বিদেশি ৩৫
** সিরিজ হামলার কয়েকঘণ্টা পর ফের ২ দফা বিস্ফোরণ শ্রীলঙ্কায়
** বোমা হামলার পর শ্রীলঙ্কায় কারফিউ জারি
** শ্রীলঙ্কায় হামলার ব্যাপারে সতর্ক করেছিলো পুলিশ
** শ্রীলঙ্কায় ভয়াবহ হামলায় মোদী-ইমরানের নিন্দা
** শ্রীলঙ্কায় দুই বাংলাদেশির খোঁজ মিলছে না
** শ্রীলঙ্কার বোমা হামলায় নিহতদের মধ্যে বিদেশি ৩৫
** জরুরি বৈঠক ডেকেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
** শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত ১৫৮, আহত ৫ শতাধিক
** শ্রীলঙ্কায় গির্জা-হোটেলে বোমা হামলা, শতাধিক নিহত


বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।