ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যাম্বুলেন্স দেয়নি হাসপাতাল, মায়ের কোলে ছেলের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মে ২৮, ২০১৯
অ্যাম্বুলেন্স দেয়নি হাসপাতাল, মায়ের কোলে ছেলের মৃত্যু ছেলের মরদেহ কোলে হাঁটছেন মা। ছবি: সংগৃহীত

ঢাকা: হাসপাতালে তিনটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল, তবু গরীব রোগীর ভাগ্যে জুটলো না একটিও। উপায়ন্তর না দেখে অসুস্থ ছেলেকে কোলে নিয়ে হেঁটেই রওয়ানা দেন মা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই মারা যায় ছেলেটি।

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের শাহজাহানপুরে ঘটেছে এ ঘটনা।

মৃতের বাবা বার্তা সংস্থা এএনআই’কে বলেন, প্রচণ্ড জ্বরের কারণে ছেলেকে হাসপাতালে নিয়ে যাই।

কিন্তু চিকিৎসকরা বলেন, তাকে অন্যে কোথাও নিয়ে যেতে। অন্য হাসপাতালে নিতে আমরা গাড়ি চাইলে তারা তাতে রাজি হয়নি। অথচ, হাসপাতাল প্রাঙ্গণে সে সময় তিনটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল।  

কাছে পর্যাপ্ত টাকা না থাকায় মুমূর্ষু ছেলেকে নিয়ে হেঁটেই রওয়ানা দেন তারা। এ অবস্থায় ছেলেটি পথেই মারা যায় বলে জানিয়েছে তার মা।

যদিও, চিকিৎসকরা ওই দম্পতির অভিযোগ অস্বীকার করেছেন।

হাসপাতালটির ইমার্জেন্সি মেডিকেল অফিসার অনুরাগ পরশার বলেন, রাত ৮টার দিকে আফরোজ নামে এক শিশুকে হাসপাতালে আনা হয়। শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায়, আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্ণৌ নিয়ে যেতে বলি। কিন্তু আমাদের কথা না শুনে তারা, ‘ছেলেকে যেখানে খুশি নিয়ে যাবো’ বলতে বলতে বেরিয়ে যান।  

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, মে ২৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।