ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জয় উদযাপনে ‘মোদী আইসক্রিম’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মে ২৮, ২০১৯
জয় উদযাপনে ‘মোদী আইসক্রিম’ ৩০ মে পর্যন্ত বিক্রি হবে মোদী কুলফি। ছবি: সংগৃহীত

ঢাকা: লোকসভা নির্বাচনে জিতে টানা দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। তার এ জয় উদযাপনে গুজরাটে বিক্রি হচ্ছে বিশেষ ধরনের আইসক্রিম।

রাজ্যের সুরাটের একটি আইসক্রিম পার্লারের মালিক বিবেক আজমেরা। মোদীর অনেক বড় ভক্ত তিনি।

তাই, প্রিয় নেতার বিজয় উদযাপনে তিনি তৈরি করেছেন বিশেষ ডিজাইনের ‘মোদী সিতাফল কুলফি’। শুধু নাম নয়, আইসক্রিমের মধ্যেও রয়েছে নরেন্দ্র মোদীর মুখচ্ছবি।

আইসক্রিমে মোদীর ছবি ‍কিন্তু মেশিনে নয়, সম্পূর্ণ হাতে আঁকা। একদিনে প্রায় ২০০ ‘মোদী কুলফি’ তৈরি করেন পার্লারের কর্মীরা। এতে কোনো ধরনের ক্ষতিকর কেমিকেল ব্যবহার করা হয়নি, শতভাগ প্রাকৃতিক উপাদানে তৈরি এ আইসক্রিম।

বিবেক জানান, বিজেপির বিজয় উপলক্ষে মোদী আইসক্রিমের দামে ৫০% ছাড় দেওয়া হচ্ছে। বিক্রিও হচ্ছে ভালো।

আইসক্রিমে মোদীর মুখচ্ছবি সম্পূর্ণ হাতে আঁকা।  ছবি: সংগৃহীত

আগামী বৃহস্পতিবার (৩০ মে) দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। ওইদিন পর্যন্তই বিক্রি হবে ‘মোদী সিতাফল কুলফি’।

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভোট হওয়া ৫৪২ আসনের মধ্যে তারা পেয়েছে রেকর্ড ৩০৩টি। জোটগত ভাবে তারা জিতেছে সাড়ে ৩শ’র বেশি আসনে। ভারতে সরকার গঠনে প্রয়োজন হয় ২৭২ আসন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ২৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।