ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অত্যাচারে অতিষ্ঠ, স্বামীর মাথা কেটে থানায় হাজির স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মে ৩০, ২০১৯
অত্যাচারে অতিষ্ঠ, স্বামীর মাথা কেটে থানায় হাজির স্ত্রী অত্যাচারে অতিষ্ঠ স্বামীকে হত্যা করেছেন বলে জানিয়েছেন গুনেশ্বরী। ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তার মাথা কেটে থানায় হাজির হলেন স্ত্রী। 

গত মঙ্গলবার (২৮ মে) রাতে ভারতে আসামের লক্ষীপুর জেলায় এ ঘটনা ঘটে।

স্বামী মুধিরামকে (৫৫) হত্যা করে তার মাথা ব্যাগে ভরে ধালপুর থানায় হাজির হন গুনেশ্বরী বারকাটাকি (৪৮) নামের ওই নারী।

গুনেশ্বরী বলেন, সে (স্বামী) বহু বছর ধরেই আমাকে মারতো। বেশ কয়েকবার কুড়াল দিয়েও আঘাত করেছে। অনেক আগেই তাকে ছেড়ে যাওয়ার কথা ভেবেছিলাম। শুধু ছেলে-মেয়ের কথা ভেবে যাইনি। কিন্তু আর সহ্য করতে না পেরে, তাকে মারতে বাধ্য হয়েছি। নাহলে সে-ই আমাকে মেরে ফেলতো।

দুই ছেলে ও তিন মেয়ের মা ওই নারী স্বামীকে চাপাতি দিয়ে হত্যা করেন। পরে তার মাথা প্লাস্টিক ব্যাগে ভরে প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে থানায় পৌঁছান।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, ওই নারী স্বামীর কাটা মাথা নিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেন। কারণ জানতে চাইলে তিনি জানান, মাতাল স্বামীর অত্যাচার থেকে বাঁচতে তাকে হত্যা করেছেন। এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে।

বুধবার (২৯ মে) স্থানীয় আদালত গুনেশ্বরী বারকাটাকিকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ৩০, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।