ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলায় শপথ নেবেন দেবশ্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, মে ৩১, ২০১৯
বাংলায় শপথ নেবেন দেবশ্রী বিজেপি নেত্রী দেবশ্রী রায় চৌধুরী। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় সভাপতি অমিত শাহের অনুরোধে বাংলায় শপথ নেবেন পশ্চিমবঙ্গের নেত্রী দেবশ্রী রায় চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে জমকালো অনুষ্ঠানে শপথ নেবেন নরেন্দ্র মোদীসহ মন্ত্রিসভার সদস্যরা। এতে প্রথমবারের মতো ডাক পাচ্ছেন লোকসভা নির্বাচনে চমক দেখানো দেবশ্রী রায়।

বৃহস্পতিবার সকালে বিজেপি সভাপতির ফোনকল পেয়েছেন তিনি।  

দেবশ্রী বার্তা সংস্থা এএনআই’কে বলেন, খুবই ভালো লাগছে। আমি এ ফোনকলের অপেক্ষায় ছিলাম।  

‘রায়গঞ্জে নির্বাচনী প্রচারণার সময় অমিত শাহ জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা নির্বাচিত করলে আমাকে মন্ত্রী করা হবে। তিনি প্রতিশ্রুতি রেখেছেন। ’

পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি আরো বলেন, তিনি (অমিত শাহ) আমাকে বাংলায় শপথ নিতে অনুরোধ জানিয়েছেন। সে মোতাবেক, আমি বাংলাতেই শপথবাক্য পাঠ করবো।

পশ্চিমবঙ্গের দ্বিতীয় নেতা হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪৮ বছর বয়সী দেবশ্রী রায়। আসানসোল থেকে নির্বাচিত কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয় এর আগে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবার তিনিও পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন বলে শোনা যাচ্ছে।

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে অপ্রত্যাশিত ফল করেছে বিজেপি। রাজ্যের ৪২টি আসনের মধ্যে তারা পেয়েছে ১৮টি। যেখানে ২০১৪ সালে তারা জিতেছিল মাত্র দু’টিতে।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মে ৩০, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।