ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাসের ভয়ে কাতার প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, মার্চ ২, ২০২০
করোনা ভাইরাসের ভয়ে কাতার প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

করোনা ভাইরাসের ভয়ে মিশর থেকে আগত যাত্রীদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কাতার। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (১ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ খবর প্রকাশ করেছে।

আলজাজিরার খবরে বলা হয়, করোনো ভাইরাস মোকাবেলায় জনস্বাস্থ্য বিবেচনা করে মিশর থেকে কাতারে প্রবেশে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করলো দেশটির কর্তৃপক্ষ।

কাতারের সরকারি যোগাযোগ দপ্তর এক বিবৃতিতে বলেছে, এ নিষেধাজ্ঞা অস্থায়ী, রোববার (১ মার্চ) থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

গত ১৪ ফেব্রুয়ারি মিশরে প্রথম করোনো ভাইরাসে আক্রান্ত হন এক বিদেশি নাগরিক। এর পরই কাতার এই নিষেধাজ্ঞা জারি করলো।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
টিএম/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।