ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালির মিলানে করোনা ভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, মার্চ ২, ২০২০
ইতালির মিলানে করোনা ভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশি

চীনকে মৃত্যুপুরী বানিয়ে মরণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এখন ইতালিতে। দেশটিতে ভয়াবহভাবে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে আতঙ্কে ছিলেন সেখানে বসবাসরত প্রায় দুই লাখ বাংলাদেশি। ইতালির মিলানে প্রথম কোনো বাংলাদেশির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২ মার্চ) ইতালির সিভিল প্রটেকশন কর্তৃপক্ষ জানায়, রোববার পর্যন্ত অন্তত ১৬৯৪ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। মাত্র একদিন আগেই করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১১২৮ জন।

অর্থাৎ একদিনেই প্রায় ৫০% বেড়ে গেছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে রয়েছেন একজন বাংলাদেশিও।  

রোববার পর্যন্ত ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন।  

জানা গেছে, ইতালির মিলানে বাংলাদেশ কনসুলেট জেনারেল এক বিজ্ঞপ্তিতে উত্তর ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্কতার সঙ্গে চলাচল করতে আগেই নির্দেশনা দিয়েছেনে। সেই মিলানেই প্রথম বাংলাদেশি কোনো নাগরিকের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলো।  

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।