ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭ দেশে ফ্লাইট চলাচল বন্ধ করলো কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
বাংলাদেশসহ ৭ দেশে ফ্লাইট চলাচল বন্ধ করলো কুয়েত

বাংলাদেশসহ সাত দেশের সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে কুয়েত সরকার। শুক্রবার (০৬ মার্চ) থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা আগামী এক সপ্তাহ বহাল থাকবে।

এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো- মিশর, লেবানন, সিরিয়া, ফিলিপাইন, ভারত এবং শ্রীলঙ্কা।

এসব দেশের নাগরিকরা যারা দেশগুলোতে গত দুই সপ্তাহ ধরে অবস্থান করছেন তাদের কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তবে কুয়েতের নাগরিকরা এসব দেশ থেকে এলে কোয়ারেন্টাইন প্রক্রিয়া শেষ করে তাদের প্রবেশ করতে দেওয়া হবে বলে বেসামরিক কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্বের প্রায় একশ দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এতে কোভিড-১৯ রোগে প্রায় সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪০ জন। আর কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৮ জন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।