ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় ইরানে আরও ১৪৪ মৃত্যু, মোট ২৩৭৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
করোনায় ইরানে আরও ১৪৪ মৃত্যু, মোট ২৩৭৮ ইরানের ওপর মার্কিন অবরোধ উঠিয়ে নেওয়ার দাবি

এশিয়ার দেশগুলোর মধ্যে চীনের পরপরই করোনা ভাইরাসের ব্যাপক ভুক্তভোগী ইরান। দেশটিতে দিন দিন আরও ছড়িয়ে পড়ছে এ ভাইরাস। গত ২৪ ঘণ্টায় ইরানে করোনায় আক্রান্ত আরও ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩৭৮।

শুক্রবার (২৭ মার্চ)  দুপুরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর এক টেলি কনফারেন্সে এ তথ্য জানান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়।

কিয়ানুশ বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে কোভিড-১৯ আক্রান্ত ২ হাজার ৯২৬ জনকে শনাক্ত করা হয়েছে।

‘এর মধ্য দিয়ে ইরানে করোনা শনাক্ত হলো ৩২ হাজার ৩৩২ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ১১ হাজার ১৩৩ জন। ’

এদিকে যখন দেশে করোনা মোকাবিলা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইরানের নাভিশ্বাস উঠছে, সেই মুহূর্তে দেশটির ৫ প্রতিষ্ঠান ও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ইরান এ নিষেধাজ্ঞাকে অমানবিক উল্লেখ করে কঠোর নিন্দা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।