ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আরও ১৪৩৩ মৃত্যু, মোট দাঁড়ালো ৪২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
যুক্তরাষ্ট্রে আরও ১৪৩৩ মৃত্যু, মোট দাঁড়ালো ৪২ হাজার

মার্কিন যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা ভাইরাসে নতুন করে আরও ১ হাজার ৪৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে সরকারি হিসেবে দেশটিতে এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪২ হাজার ৯৪ জনে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।  

যুক্তরাষ্ট্রে ৭ লাখ ৮৪ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জনস হপকিন্স।

 

যুক্তরাষ্ট্রের মধ্যে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। যদিও সেখানে ধীরে ধীরে মৃত্যু ও সংক্রমণের হার কমে আসছে। ফলে এ অঙ্গরাজ্যে করোনা স্তিমিত হয়ে আসছে বলে আশা করা হচ্ছে।  

সোমবার নিউ ইয়র্কে করোনায় নতুন করে ৪৭৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গভর্নর অ্যান্ড্রিউ কুমো। গত দুই সপ্তাহের মধ্যে দৈনিক মৃত্যুহারে এটি সর্বনিম্ন।   

জন হপকিন্সের টালি অনুসারে বিশ্বব্যাপী করোনায় এখন পর্যন্ত ১ লাখ ৭০ হাজারেরও বেহসি মানুষের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ২৪ লাখ ৮৭ হাজারেরও বেশি মানুষের। এসব সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।