ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ছেলের বাবা হলেন করোনা থেকে বেঁচে ফেরা ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
ছেলের বাবা হলেন করোনা থেকে বেঁচে ফেরা ব্রিটিশ প্রধানমন্ত্রী

সদ্য করোনা ভাইরাসের কবল থেকে বেঁচে ফেরা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও সায়মন্ডস ক্যারি দম্পতির ঘর আলো করে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) ব্রিটিশ প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

 

খবরে বলা হয়, লন্ডনের এনএইচএস হাসপাতালে ওই শিশুর জন্ম হয়। নবজাতক সম্পূর্ণ সুস্থ রয়েছে।  

সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হন বরিস জনসন-সায়মন্ডস ক্যারি উভয়েই। ক্যারির অসুস্থতা গুরুতর আকার না নিলেও, বরিস ছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মাত্র কয়েকদিন আগেই সুস্থ হয়ে উঠেছেন তারা। এরপরপরই তাদের ছেলে সন্তান জন্মের সুসংবাদ এলো।  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।