ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে কোয়ারেন্টিন না মানায় মার্কিন পাইলটের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মে ১৩, ২০২০
সিঙ্গাপুরে কোয়ারেন্টিন না মানায় মার্কিন পাইলটের কারাদণ্ড ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে বাধ্যতামূলক কোয়ারেন্টিন ভঙ্গ করায় এক মার্কিন পাইলটের চার সপ্তাহের কারাদণ্ড হয়েছে।

বুধবার (১৩ মে) বিবিসি এ তথ্য জানায়।

৪৪ বছর বয়সী ওই পাইলট যুক্তরাষ্ট্রের বহুজাতিক ডেলিভারি সার্ভিস কোম্পানি ‘ফেডএক্স’ এ কাজ করেন।

এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুর যান তিনি। তাকে বিমানবন্দরে তার হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে বলে হলেও তিনি ট্রেনে ভ্রমণ করেন এবং বিভিন্ন দোকানে ঘুরে বেড়ান। কোয়ারেন্টিন ভঙ্গ করায় তাকে চার সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে বুধবার সিঙ্গাপুরে ৬২৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। সেখানে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ২৫ হাজারেরও বেশি এবং মারা গেছেন ২১ জন। আক্রান্ত রোগীদের বেশিরভাগই বিদেশি কর্মী।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, মে ১৩, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।