ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে নিজ ঘরে চীনা রাষ্ট্রদূতের মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মে ১৭, ২০২০
ইসরায়েলে নিজ ঘরে চীনা রাষ্ট্রদূতের মৃতদেহ উদ্ধার

ইসরায়েলে নিজ ঘর থেকে চীনা রাষ্ট্রদূত ডু উয়েইর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি দেশটির রাজধানী তেল আবিবের সাব্রাবে বসবাস করতেন। ইসরায়েলে পুলিশ ও গণমাধ্যমের বরাত দিয়ে এমন তথ্য নিশ্চিত করেছে বিবিসি।

৫৭ বছর বয়সী ডু’র মৃতদেহটি তার বিছানার ওপরই পাওয়া যায়। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কোনো সংবাদ আসেনি।

গত ফেব্রুয়ারিতেই ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়া ডু উয়েই এর আগে ইউক্রেনে দূত হিসেবে কাজ করেছেন।

ডু উয়েই বিবাহিত ও তার একটি ছেলে সন্তান রয়েছে। তবে তার পরিবার ইসরায়েলে থাকে না বলে জানা যায়।

ইসরায়েল পুলিশের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘নিয়মিত কাজের অংশ হিসেবে পুলিশ ইউনিট সেই জায়গায় অবস্থান করছে।

এদিকে ইসরায়েল চ্যানেল ১২টিভি’র নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, ঘুমের মাঝেই তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মে ১৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।