ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্পেনে কোয়ারেন্টিনে থাকতে হবে না বিদেশি পর্যটকদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মে ২৬, ২০২০
স্পেনে কোয়ারেন্টিনে থাকতে হবে না বিদেশি পর্যটকদের স্পেনের পর্যটক

স্পেনে বিদেশি পর্যটকদের ১ জুলাই থেকে আর দুই সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হবে না। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার। 

সোমবার (২৫ মে) এক ক্যাবিনেট সভায় এ সিদ্ধান্ত হয়।  

স্পেনের পররাষ্ট্র মন্ত্রী আরাঞ্চা গঞ্জালেস লায়া এর আগে জুলাইয়ে কোয়ারেন্টিনে তুলে নেওয়ার কথা জানিয়েছিলেন।

তবে সে সময় তিনি নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি।

ঘোষণাটি এমন সময় এসেছে যখন যুক্তরাজ্য সরকার ৮ জুন থেকে ১৪ দিনের নিজস্ব কোয়ারেন্টিন নীতির প্রস্তুতি নিচ্ছে।  

স্পেনে সাধারণত প্রতি বছর ৮০ মিলিয়ন পর্যটক আসে। যা দেশটির জিডিপি’তে ১২ শতাংশ ভূমিকা রাখে।  

তবে করোনার ধাক্কায় এবার ক্ষতিগ্রস্থ হয়েছে স্পেনের অর্থনীতি। যার কারণে গ্রীষ্ম মৌসুমের আগেই আবার হলিডে মার্কেট খোলা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, মে ২৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।