ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় ভারতে নতুন আক্রান্ত ৭৯৬৪, মৃত্যু ২৬৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মে ৩০, ২০২০
করোনায় ভারতে নতুন আক্রান্ত ৭৯৬৪, মৃত্যু ২৬৫ জনের

ভারতে করোনা পরিস্থিতি অবনতির দিকে। দিন দিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুও। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সাত হাজার ৯৬৫ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ২৬৫ জনের।

শনিবার (৩০ মে) ভারতীয় সংবাদমাধ্য এনডিটিভি জানায়, ভারতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৬৩ জন,  মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৭১ জনের। সুস্থ হয়ে উঠেছে ৮০ হাজারেরও বেশি আক্রান্ত।

করোনা মহামারিতে ভুক্তভোগী দেশগুলোর তালিকায় ভারত রয়েছে নয় নম্বরে।

গত ২৪ ঘণ্টায় দেশটির মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও আসামে রেকর্ডসংখ্যক মানুষ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১১৬ জনের। আর রাজ্যটিতে শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৯৮। তামিলনাড়ুতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮৭৪ জন। তেলেঙ্গানায় মৃত্যু হয়েছে চার জনের, শনাক্ত রোগীর সংখ্যা ১৬৯। আর আসামে নতুন শনাক্ত ১৭৭ জনসহ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, মে ৩০, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।