ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: ভারতে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জুন ৩, ২০২০
করোনা: ভারতে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ছাড়ালো ছবি: সংগৃহীত

ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখ ছাড়ালো। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৮ হাজার ৯০৯ জন।

বুধবার (৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় ভারতে একদিনের ব্যবধানে সর্বাধিক কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৯০৯ জন।

এসময়ের মধ্যে মারা গেছেন ২১৭ জন।

এর মধ্য দিয়ে ভারতে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৭ হাজার ৬১৫। তাদের মধ্যে মারা গেছেন মোট ৫ হাজার ৮১৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩০৩ জন।

সবচেয়ে বেশি শনাক্ত রোগী রয়েছে মহারাষ্ট্রে ৭২ হাজার ৩০০ জন। এরপর যথাক্রমে তামিলনাড়ুতে ২৪ হাজার ৫৮৬ জন, দিল্লিতে ২২ হাজার ১৩২ জন, গুজরাটে ১৭ হাজার ৬১৭ জন।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জুন ০৩, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।