ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ছুঁড়ে ফেলা হচ্ছে করোনায় মৃত ব্যক্তির মরদেহ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জুন ৮, ২০২০
ছুঁড়ে ফেলা হচ্ছে করোনায় মৃত ব্যক্তির মরদেহ!

ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মরদেহ ছুঁড়ে ফেলে দিচ্ছে চেন্নাইয়ের পুদুচেরির চার স্বাস্থ্যকর্মী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে প্রতিবাদ শুরু হয় রাজ্যজুড়ে। পরে তড়িঘড়ি করে প্রশাসন এ বিষয়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দেয়। 

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পরে চার স্বাস্থ্যকর্মী অ্যাম্বুলেন্স থেকে একটি মরদেহ নামিয়ে কবরে ছুঁড়ে ফেলে দেয় তারা। সেখানে উপস্থিত এক স্বাস্থ্যকর্তার অনুমতি নিয়েই মরদেহটি ছুঁড়ে ফেল দেয় ওই স্বাস্থ্যকর্মীরা।

 

পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রক নির্দেশিত বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ওই চার স্বাস্থ্যকর্মীদের দিকে। মরদেহ সম্পূর্ণ মাথা থেকে পা পর্যন্ত পলিথিনে মুড়িয়ে বহনের নির্দেশ থাকলেও শুধু সাদা কাপড়ে ঢেকে সেই দেহ আনা হয়।  

এ বিষয়ে ইন্ডিয়া এগেনস্ট করপোরেশন নামে একটি সংস্থা জানায়, মরদেহের সঙ্গে অমানবিক আচরণ ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারার পরিপন্থী। এক্ষেত্রে অভিযুক্ত স্বাস্থ্যকর্মী এবং তাদের ঊর্ধ্বতনরা জরিমানাসহ শাস্তির মুখে পড়তে পারেন।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, জুন ০৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।