ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মায়ের পাশে কবর দেওয়া হবে জর্জ ফ্লয়েডকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, জুন ১০, ২০২০
মায়ের পাশে কবর দেওয়া হবে জর্জ ফ্লয়েডকে জর্জ ফ্লয়েডের কফিন। ছবি: সংগৃহীত

জন্মস্থান টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে জর্জ ফ্লয়েডকে কবর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও কাতারের আল-জাজিরা। 

সোমবার (০৮ জুন) থেকে তার মৃতদেহ দর্শনার্থীদের জন্য গির্জায় রাখা আছে। সেখান থেকে ফ্লয়েডকে তার মায়ের কবরের পাশে চিরশায়িত করা হবে।

 

আফ্রিকান-আমেরিকান নাগরিক ফ্লয়েডের নির্মম মৃত্যুর শিকার হওয়ার দুই সপ্তাহ হয়ে গেছে। ২৫ মে, যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।  

২০ ডলারের একটি জালনোট ব্যবহারের অভিযোগে এক শ্বেতাঙ্গ পুলিশ ফ্লয়েডের গলায় হাঁটু দিয়ে ৮ মিনিটেরও বেশি সময় চেপে ধরে হত্যা করে। এরপরই বৈষম্যের শিকার হয়ে মৃত্যুবরণ করা কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের মৃত্যুতে একাট্টা হয়ে বর্ণ-বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নামে আমেরিকার নাগরিকরা। দেশটির পাশাপাশি এমন ন্যাক্কারজনক ঘটনায় উত্তাল হয়ে ওঠে পুরো বিশ্বও।

বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, জুন ১০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।