ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

অক্টোবরে পর্যটকদের জন্য খুলছে নেপাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, সেপ্টেম্বর ২৫, ২০২০
অক্টোবরে পর্যটকদের জন্য খুলছে নেপাল ছবি: সংগৃহীত

বিদেশি পর্যটকদের জন্য ১৭ অক্টোবর থেকে সীমান্ত খুলে দিচ্ছে নেপাল সরকার। প্রায় ছয় মাস বন্ধ রাখার পর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে চাইলেই যে কেউ নেপালে যেতে পারছেন না। বিদেশি পর্যটকদের নেপাল ভ্রমণের জন্য অবশ্যই করেনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে নিতে হবে। পরীক্ষা করাতে হবে নেপালের উদ্দেশে যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে।

করোনার কারণে বন্ধ করে দেওয়ার প্রায় ছয় মাস পর ১৭ সেপ্টেম্বর থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করার অনুমতি দেওয়া হয়েছিল। অনুমতি দেওয়া হয়েছে এক শহর থেকে অন্য শহরে বাস চলাচল, হোটেল এবং রেস্তোরাঁগুলোও খুলে দেওয়ার।

কোভিড-১৯ ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সুপারিশ পর্যালোচনা করে দেশটির মন্ত্রিসভা এসব সিদ্ধান্ত নেয়।

ট্রেকিং ও পর্বতারোহী গ্রুপ বিদেশি ক্লায়েন্টদের পর্বতারোহনে নিয়ে যেতে পারবে ১৭ অক্টোবর থেকে। বিদেশি পর্যটকদের নেপালে যাওয়ার অনুমতি দেওয়ার এ সিদ্ধান্ত ব্যবসায়ীদের জন্য নিশ্চিতভাবে সুখবর।

সূত্র: নেপাল টাইমস।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।