ভারতের আন্তজার্তিক শীর্ষ সম্মেলনে এক নেপালী ব্যবসায় সংস্থার সূচনা সম্পর্কে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মোদির সঙ্গে নেপালের এফ১ সফ্ট ইন্টারন্যাশনালের প্রধান বিশ্বাস ধাকাল তার ব্যবসায় শুরুর যাত্রা বর্ণনা করেছেন ।
সম্মেলনের শেষ পর্যায়ে এফ১ সফ্ট ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা বিশ্বাস ধাকাল ভারত ও বিমসটেক অঞ্চলের অন্যান্য উদ্যোক্তাদের পাশাপাশি ভারতীয় প্রধানমন্ত্রীকে তার ব্যবসায় যাত্রার বর্ণনা দিয়েছেন।
এদিকে, শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মোদি জানান, উদ্যোক্তাদের ৪৪ শতাংশ নারী এবং এ খাতে নারীদের কাজের পরিমাণও বেশি। মোদি বলেন ভারতে কয়েক বছর ধরে এই যাত্রা শুরু হয়েছে এবং এই কয়েক বছরে ব্যবসায় খাতে বিপ্লব হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
নিউজ ডেস্ক