ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুষারপাতের পর জম্মু-কাশ্মীরে পর্যটকদের ভিড় বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
তুষারপাতের পর জম্মু-কাশ্মীরে পর্যটকদের ভিড় বেড়েছে

করোনা মহামারির পর ভারী তুষারপাতের কারণে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের সংখ্যা বেড়েছে।  

অস্থির পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে কাশ্মীরের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্থ হয়েছে।

এছাড়া করোনা ভাইরাসের কারণে গত বছরের প্রায় পুরো সময় পর্যটনের ওপর নির্ভরশীল মানুষদের ব্যাপাক ক্ষতি হয়ে গেছে।  

ট্যুরিস্ট ক্যাব চালক রফিক আহমেদ বলেন, গত বছরগুলোতে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে, আমাদের ব্যবসা পুনরুজ্জীবিত হচ্ছে।  

প্রতিবছর কাশ্মীর উপত্যকায় ব্যাপকভাবে তুষারপাত হয় যা পর্যটকদের আকর্ষণ করে।

শীতকালে কাশ্মীর ভ্রমণ অনেক বেশি লোভনীয়। এখানকার পরিবেশ এবং মানুষ বেশ আকর্ষণীয়।  

এ বছরও কাশ্মীরিরা তীব্র শীতের কারণে সমস্যার মুখে পড়েছে। কারণ বিখ্যাত ডাল লেক জমে গেছে।  

উপত্যকা তার প্রাকৃতিক মনোমুগ্ধকর রূপের কারণে প্রতি মৌসুমে অনেক পর্যটক আকর্ষণ করে কাশ্মীর।  

পর্যটন সচিব সারমাদ হাফিজ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, গুলমার্গ, পহেলগাম, টিউলিপ বাগান, শ্রীনগর ইত্যাদি বিশ্বের সবচেয়ে সুন্দর গুরুত্বপূর্ণ স্থান। এবার শীতে বেশ ভালো পর্যটক আসছে। শীত আর তুষার এ অঞ্চলের জন্য আশীর্বাদ।  

তিনি আরও জানান, পর্যটকদের আকৃষ্ট করা জন্য রাজ্য সরকার গুলমার্গ এবং পহেলগামে কিছু মেগা ইভেন্টের পরিকল্পনা করছে।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।