ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তান থেকে ছোড়া ৫০টি রকেট আফগাস্তিানে আঘাত হেনেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
পাকিস্তান থেকে ছোড়া ৫০টি রকেট আফগাস্তিানে আঘাত হেনেছে

পাকিস্তান থেকে ছোড়া অন্তত ৫০টি রকেট আফগানিস্তানের কুনার প্রদেশের শেল্টন জেলায় আঘাত হেনেছে।  

প্রাদেশিক গভর্নর ইকবাল সাঈদ বিষয়টি টোলো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, এই রকেট স্থানীয় বাসিন্দাদের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।  

আল জাজিরার মতে, পাকিস্তান এবং আফগান সরকার প্রায়ই সীমান্ত অঞ্চলে গুলি চালানোর জন্য একে অপরকে দোষারোপ করে, যেখানে সন্ত্রাসী দলগুলো প্রায়ই সীমান্তের উভয় পাশে অবস্থান করে।  

আফগানিস্তান ও পাকিস্তান আন্তার্জাতিক সীমান্ত রেখা দ্বারা বিভক্ত। দুই দেশের সীমান্ত প্রায় দুই হাজার ৪০০ কিলোমিটার। সীমান্ত রেখা বরাবর মসজিদ, স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান আছে। এমনকি কোনো কোনো বাড়ির অর্ধেক পাকিস্তান অর্ধেক আফগানিস্তান।  

২০১৭ সালে পাকিস্তান জানায়, যুদ্ধ দমনের প্রচেষ্টার অংশ হিসেবে সীমান্ত বরাবর একটি বেড়া নির্মাণ শুরু করা হয়েছে। কিন্তু ওই পদক্ষেপ কাবুলে নিন্দার ঝড় তোলে।  

২০২০ সালের জুলাই মাসে আফগান পুলিশ জানায়, রকেট হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত এবং নারী ও শিশুসহ নয়জন আহত হয়েছে।

এরপর আফগানিস্তান তার মাটিতে পাকিস্তানি সেনাবাহিনীর রকেট গোলাবর্ষণের নিন্দা করে। সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।