করোনা ভাইরাসের দুই লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন গুয়েতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামাত্তেই।
গুয়েতেমালাকে দেওয়া কোভিশিল্ড ভ্যাকসিন উৎপাদন করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট।
টুইটারে স্প্যানিশ ভাষায় লেখা এক পোস্টে গুয়েতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো বলেন, ‘মহানুভবতার সঙ্গে দুই লাখ ডোজ ভ্যাকসিন অনুদান করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। এটি যা আমাদের জীবন বাঁচাতে এবং সম্মুখসারির স্বাস্থ্যসেবাকর্মীদের ভ্যাকসিন দিতে সহায়তা করবে। ’
ওই পোস্টে ‘ধন্যবাদ ভারত’ লেখা একটি ছবিও শেয়ার করেন তিনি।
আলেজান্দ্রো আরও বলেন, ‘আন্তর্জাতিক সরবরাহকারীদের মাধ্যমে ভ্যাকসিন পেতে আমরা যে সমস্যার মধ্য দিয়ে গেছি, তা জেনে ভ্যাকসিনগুলো অনুদান করায় ভারতের সরকার এবং জনগণকে ধন্যবাদ জানাতে চাই আমি। ’
তাৎক্ষণিকভাবে ভারতের দুই লাখ ডোজ ভ্যাকসিন অনুদানের বিষয়টি গুয়েতেমালার জন্য দারুণ চমকের ছিল।
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিভিন্ন দেশে ৩ কোটি ৬১ লাখেরও বেশি ডোজ ভ্যাকসিন সরবরাহ করেছে ভারত।
আগামী দিনগুলোতেও ভ্যাকসিন সরবরাহ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।
উল্লেখ্য, যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদন করে কোভিশিল্ড নামে সরবরাহ করছে।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
এফএম