ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ১০ বছরের ভিসার সুবিধা হারাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ২, ২০২১
যুক্তরাষ্ট্রে ১০ বছরের ভিসার সুবিধা হারাচ্ছে চীন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অর্থনৈতিক ও শিল্প গুপ্তচরবৃত্তি’ বন্ধ না করা পর্যন্ত ১০ বছরের মাল্টি-এন্ট্রি ভিসায় চীনের প্রবেশাধিকার বন্ধ করার জন্য সিনেটে একটি বিল উত্থাপন করা হয়েছে।  

প্রভাবশালী রিপাবলিকান সিনেটরদের একটি দল বিলটি উত্থাপন করে।

 

শুক্রবার সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন, টম কটন, রিক স্কট, টেড ক্রুজ এবং মার্কো রুবিও এই বিল উত্থাপন করেন।  

বিলটি যদি পাস হয়, তাহলে চীনা নাগরিকদের জন্য ১০ বছরের বি-১/বি-২ ভিসা পাওয়া বন্ধ হয়ে যাবে।  

চীন থেকে যারা ব্যবসা, ভ্রমণ বা পর্যটনের উদ্দেশ্যে আমেরিকায় আসেন তাদের বি-১/বি-২ ভিসা প্রদান করা হয়।

এই আইনের অধীনে চীনা নাগরিকরা এক বছরের মাল্টি-এন্ট্রি ভিসা পাওয়ার যোগ্য হবে।  

চীন হংকং সম্পর্কে তার জাতীয় নিরাপত্তা আইন যদি প্রত্যাহার করে এবং ১৯৮৪ সালের চীন-ব্রিটিশ যৌথ ঘোষণার অধীনে তার প্রতিশ্রুতি পুরোপুরি বজায় রাখে; উইগুর মুসলমান, তিব্বতী এবং অন্যান্য জাতিগত গোষ্ঠীর ওপর নিপীড়ন বন্ধ করে; দক্ষিণ চীন সাগরে অবৈধ দাবি প্রত্যাহার করে নেয় এবং বিদেশি জিম্মিদের মুক্তি দেয় তাহলেই কেবল আবার ১০ বছরের ভিসা দেওয়া হবে।  

চীন এবং আমেরিকার মধ্যে সম্পর্ক সব সময় শীতল। এই দুই দেশ বর্তমানে বাণিজ্য, মাহামারি, বিতর্কিত দক্ষিণ চীন সাগরে সামরিক পদক্ষেপ এবং মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন বিষয়ে তিক্ত লড়াইয়ে লিপ্ত।

বেইজিং সমগ্র দক্ষিণ চীন সাগরের ওপর সার্বভৌমত্ব দাবি করে। কিন্তু ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনাই এবং তাইওয়ানের এক্ষেত্রে পাল্টা দাবি রয়েছে।

চীনা সরকার তাইওয়ানকে একটি বিদ্রোহী প্রদেশ হিসেবে দেখছে। কিন্তু তাইওয়ান একটি পৃথক রাষ্ট্র হিসেবে থাকতে চায়।  

২০১৪ সালে চীন ১০ বছরের ব্যবসা এবং পর্যটন ভিসায় আমেরিকায় প্রবেশাধিকার পায়।  
আমেরিকান সিনেটররা বলেছেন, ২০১৪ সালে এটি একটি খারাপ সিদ্ধান্ত ছিল। এখন সময় হয়েছে সেই ভুল সংশোধনের।  

তারা বলেন, ১০ বছরের মাল্টি-এন্ট্রি ভিসায় চীনের প্রবেশাধিকার দেওয়া ওবামা প্রশাসনের একটি খারাপ নীতি। চীনকে বিশেষ সুবিধা দেওয়া উচিত নয়, কারণ দেশটির আগ্রাসী কার্যকলাপ যুক্তরাষ্ট্র পছন্দ করে না।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।