ঢাকা, রবিবার, ২৫ কার্তিক ১৪৩১, ১০ নভেম্বর ২০২৪, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে করোনার ২য় ঢেউয়ের জন্য মোদীকেই দায়ী করলেন রাহুল

অন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, মে ২৯, ২০২১
ভারতে করোনার ২য় ঢেউয়ের জন্য মোদীকেই দায়ী করলেন রাহুল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কারণেই ভারতজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বলে অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।  

সাবেক এ কংগ্রেস সভাপতি শুক্রবার (২৮ মে) ভার্যুবলয়াল সাংবাদিক বৈঠকে বলেন, কোভিডের প্রথম ঢেউ কেউ আঁচ করতে পারেনি।

কিন্তু দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রধানমন্ত্রীই দায়ী। তার নাটকবাজি ও দায়িত্ব পালনে ব্যর্থতাই এর জন্য দায়ী।

খবর আনন্দবাজার পত্রিকার।

মোদীকে একজন ‘ইভেন্ট ম্যানেজার’ হিসেবে বর্ণনা করে রাহুল বলেন, মুশকিলটা হলো উনি (মোদী) একসঙ্গে একাধিক ইভেন্ট সামলাতে পারেন না। একটি ইভেন্টের আয়োজন করবেন। সেটিকে ঘিরেই কার্যকলাপ চলবে। কিন্তু সঙ্কটের এই পরিস্থিতিতে ইভেন্ট ম্যানেজার নয়, দেশের প্রয়োজন একজন দক্ষ প্রশাসকের।

ভাইরাস সংক্রমণ সম্পর্কে মোদী অজ্ঞ বলেও অভিযোগ করেছেন রাহুল। পাশাপাশি, কেন্দ্রের গণটিকাকরণ নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার মন্তব্য, এখনও পর্যন্ত দেশের মোট জনসংখ্যার মাত্র ৩ শতাংশকে টিকা দেওয়া হয়েছে। বাকিরা সংক্রমণের মুখে।

প্রতিকূল এই পরিস্থিতির মধ্যেও মোদী নিজের ভাবমূর্তি মেরামতের জন্য প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন রাহুল। কিন্তু সেই প্রচেষ্টার কাজ হবে না জানিয়ে কেরলের কংগ্রেস সাংসদের মন্তব্য, প্রধানমন্ত্রীর ভাবমূর্তির মৃত্যু হয়েছে।

রাহুলের মন্তব্যের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, মোদীর যখন দেশবাসীকে রক্ষা করতে অতিমারির বিরুদ্ধে লড়াই করছে, সে সময় রাহুল দেশ এবং দেশের মানুষকে অপমাণ করতে চেয়েছেন।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, ২৮ মে, ২০২১
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।