ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জুন ১, ২০২১
বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ হাজার ৮৬৯ জনের মৃত্যু হয়েছে।

 এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লাখ ৬৫ হাজার ১৪ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ১৭৯ জনের।  

এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ১৪ লাখ ৬৬ হাজার ৫৭৯ জন।

মঙ্গলবার (০১ জুন) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানায়।

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের দিক দিয়ে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ১৩ হাজার ১৪৬ জন। মারা গেছেন ৬ লাখ ৯ হাজার ৭৬৭ জন। এরপরেই রয়েছে ভারত। দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৬৫৫ জন। মোট মৃত্যু ৩ লাখ ৩১ হাজার ৯০৯ জন। এরপরেই রয়েছে ব্রাজিল। এরপর ধারাবাহিকভাবে ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, জার্মানি।

২০১৯ সালে ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। করোনা প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের ৩০ জানুয়ারি বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপরে ১১ মার্চ করোনাকে মহামারি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা,  জুন ০১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।