ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ৫৬ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত, মৃত্যু ২৭৯৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জুন ২, ২০২১
ভারতে ৫৬ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত, মৃত্যু ২৭৯৫

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ২৭৯৫ জন মারা গেছেন। আর এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৫১০ জন।

আক্রান্তের দিক দিয়ে যা গত ৮ এপ্রিলের পর থেকে সর্বনিম্ন রেকর্ড। সেখানে মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে।

বুধবার (২ জুন) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গত ৮ এপ্রিল করোনার দ্বিতীয় ঢেউ শুরু পর থেকে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ১ লাখ ২৭ হাজার ৫১০ জন শনাক্ত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২৭৯৫ জন। যা করোনা শনাক্তের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে।

এর আগে ১১ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪২০০ জনের মৃত্যু হয়। ৭ এপ্রিল ৪১৯৪ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৩৫০ জনে।  

এছাড়া ৬ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজার ৪৩৩ জন শনাক্ত হয়। এটি এখন পর‌্যন্ত দেশটি সর্বোচ্চ শনাক্ত। ৫ মে ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন শনাক্ত হয়। সবমিলিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ১২০ জনে।

ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর প্রায় প্রতিদিনই ২ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, জুন ০২, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।