ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মারা গেছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুন ২৪, ২০২১
মারা গেছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো অ্যাকুইনো মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ জুন) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খবর এবিএস-সিবিএন নিউজের।

দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

পাঁচ মাস ধরে তার শারীরিক অবস্থা ভালো ছিল। এজন্য তিনি চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে বেনিগনোকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

ফিলিপাইনের সুপ্রিম কোর্টের বিচারপতি মারভিক লিওনেন এক বিবৃতিতে জানান, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, সকালে সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো অ্যাকুইনোর মৃত্যুর খবর জানতে পেরেছি। তাকে আমি একজন দয়ালু মানুষ হিসেবে জানি। দেশবাসীর সেবা করে গেছেন তিনি। তাকে খুবই সম্মান এবং সততার সঙ্গে নিজের উপাধি বহন করতে দেখেছি।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুন ২৪, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।