ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জুলাই ৪, ২০২১
ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২৯

ফিলিপাইনে সামরিক বাহিনীর একটি বিমান রানওয়েতে নামতে গিয়ে বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে আরো ৫০ জনকে।

প্লেনটিতে সৈন্য বহন করা হচ্ছিল। এখনো ১৫ জনের বেশি নিখোঁজ আছেন।

রোববার (৪ জুলাই) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।  
খবর বিবিসি, ওয়াশিংটন পোস্টের।

জানা যায়, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সুলু প্রদেশের পার্বত্য শহর পটিকুলের বাংকাল গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, সি-১৩০ প্লেটিতে ক্রু ও যাত্রী ৯০ জনের বেশি ছিল। এদের মধ্যে ২৯ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

ফিলিপাইনের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল সিরিলিটো সোবেজানা বলেন, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। প্লেনটি দক্ষিণ ক্যাগান দে ওরো শহর থেকে সৈন্য পরিবহন করছিল। এটি খুব দুর্ভাগ্যজনক। প্লেনটি রানওয়ে মিস করেছে এবং শক্তি পুনরুদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়।

***ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।