নিজ বাসভবনে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন ক্যারিবিয়ান দেশ হাইতির প্রেসিডেন্ট জোভিনেল মোয়িস।
বুধবার (৭ জুলাই) দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লড জোসেফের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
জোসেফ বলেন, পোর্ট অব প্রিন্সে প্রেসিডেন্টের নিজের ব্যক্তিগত বাসভবনে স্থানীয় সময় রাত ১টায় ছদ্মবেশধারী সশস্ত্র আততায়ী তাণ্ডব চালায়। হামলায় তার স্ত্রীও আহত হয়ে হাসপাতালে ভর্তি।
৫৩ বছর বয়সী জোভিনেল মোয়িস ২০১৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে ক্ষমতায় রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
এএ