ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৯ কোটি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৯ কোটি সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৬৮ লাখ ছাড়িয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৬টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৬৮ লাখ ১২ হাজার ১৪৮ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ৪০ লাখ ৩৪ হাজার ৭০৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৮ লাখ ৭০ হাজার ৯৮৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাস্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লাখ ১০ হাজার ১৯১ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ২২ হাজার ৬৯১ জন।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।