ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্লেন বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, আগস্ট ৬, ২০২১
যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্লেন বিধ্বস্ত, নিহত ৬

ঢাকা: যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি সাইটসিয়িং বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন।

মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, প্লেনটি দক্ষিণ-পূর্ব আলাস্কায় বিধ্বস্ত হয়েছে।

এতে ওই বিমানে থাকা ছয় আরোহী নিহত হয়েছেন।

কোস্টগার্ড এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, প্লেনটি কেটচিকান শহরের কাছে মিস্টি জোর্ড ন্যাশনাল মনুমেন্টের কাছে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার আগে প্লেনের জরুরি অ্যালার্ট সক্রিয় হয়ে ওঠে।

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

একটি হেলিকপ্টার কোম্পানি জানায়, তারা বিমানটির ধ্বংসাবশেষ দেখেছে। এরপর কোস্টগার্ডের সদস্যরা দুপুর ২টা ৪০ মিনিটের দিকে প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধার করে।

আলাস্কা স্টেট ট্রপার এক বিবৃতিতে জানিয়েছে, স্বল্প আলো ও খারাপ আবহাওয়ার কারণে বিকেলের দিকে উদ্ধার অভিযানে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে।

তারা জানায়, কোস্টগার্ডের একটি হেলিকপ্টার থেকে ২ জন উদ্ধারকারী সাঁতারুকে ঘটনাস্থলে নামানো হয়েছিল। তারা জানায় দুর্ঘটনার শিকার কেউ বেঁচে নেই।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২১
এনএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।