ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
কাবুল বিমানবন্দরে নিহত ৫

তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর থেকেই আতঙ্কে দেশটি ত্যাগ করতে কাবুল বিমানবন্দরে ভিড় করছেন আফগান নাগরিকসহ অনেক মানুষ।  জনসমুদ্রে পরিণত হয়েছে বিমানবন্দর।

এমন পরিস্থিতিতে সেখানে পাঁচ জনের মৃত্যু হয়েছে। তবে তাদের মৃত্যু কীভাবে হয়েছে সে বিষয়ে জানা যায়নি।

সোমবার (১৬ আগস্ট) এ খবর দিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

জানা যায়, মানুষের চাপ সামাল দিতে নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন সেনারা আজ (সোমবার) ফাঁকা গুলি চালিয়েছেন। গুলিতে নাকি ভিড়ে চাপা পড়ে তারা মারা গেছেন সে বিষয়ে এখনো পরিষ্কার করে কিছু জনোনো হয়নি।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচজনের মরদেহ একটি গাড়িতে তোলা হয়েছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন মারা গেছেন।

এ বিষয়ে একজন মার্কিন সেনা জানান, রানওয়ের দিকে ছুটতে থাকা মানুষকে সতর্ক করতেই ফাঁকা গুলি চালানো হয়েছে।

যারা আফগানিস্তান ছাড়তে চান, তাদের বাধা না দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ৬৫টি দেশ। কেউ যদি কোন হয়রানির শিকার হয়, তবে এর জবাব তালেবানকেই দিতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে দেশগুলোর তরফ থেকে।

আরও পড়ুন>>দেশ ছাড়তে কাবুল বিমানবন্দরে হাজারো মানুষ 

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।