কাবুলে তালেবান নেতা আবদুল গনি বরাদারের সঙ্গে গোপনে বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক উইলিয়াম বার্নস।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট ও অ্যাসোসিয়েট প্রেস এ খবর জানিয়েছে।
খবরে দাবি করা হয়, কাবুল বিমানবন্দরে চলমান কার্যক্রমের মধ্যেই তালেবান নেতা বরাদারের সঙ্গে গোপন বৈঠক করেন বার্নস।
পেন্টাগনের কর্মকর্তারা বলছেন, গত ২৪ ঘণ্টায় আফগানিস্তান থেকে প্রায় ১৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন সেনারা ঘোষিত ৩১ আগস্টের মধ্যে নিজেদের নাগরিক ও মিত্রদের সরিয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ওপর সময়সীমা বাড়ানোর চাপ ক্রমেই বাড়ছে। ভার্চ্যুয়াল জি-সেভেন শীর্ষ সম্মেলনে ব্রিটেন সময়সীমা বাড়ানোর পক্ষে তদবির করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
নিউজ ডেস্ক