ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

তিন মাস মহাকাশে থেকে, ফিরলেন তিন নভোচারী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
তিন মাস মহাকাশে থেকে, ফিরলেন তিন নভোচারী

সবচেয়ে দীর্ঘ সময়ের অভিযানে তিন মাস বা ৯০ দিন মহাকাশে অবস্থানের পর পৃথিবীতে ফিরে এসেছেন চীনের তিন নভোচারী।  

স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে নভোচারীরা মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে অবতরণ করেন।

এর আগে ১৭ জুন ওই তিন নভোচারী পৃথিবী ছাড়েন। এরপর থেকে তারা ভূপৃষ্ঠের ৩৮০ কিলোমিটার উচ্চতায় চীনের মহাকাশ কেন্দ্রে অবস্থান করছিলেন। সেখানে তারা নানা পরীক্ষা-নিরীক্ষা চালান।

মহাকাশে চীনের স্পেস স্টেশনের তিয়ানহে মডিউলে ৯০ দিন অবস্থান করেন নভোচারী নি হাইসেং, লিউ বোমিং ও ত্যাং হনবো। তারা সেখান থেকে শেনঝউ-১২ মহাকাশযানে করে পৃথিবীর উদ্দেশে রওয়ানা দেন।

মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে তথ্য পাঠানো, কয়েক ঘণ্টা মহাকাশে হাঁটাসহ বিভিন্ন কাজ করেছেন তিন মহাকাশচারী।

 বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।